শ্রীপুর প্রেসক্লাব এর আয়োজনে সকল সাংবাদিকদের কে নিয়ে হয়েছে ফ্যামিলি ডে। ২৭ ই জানুয়ারি সোমবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন খেলা ও গান অনুষ্ঠিত হয়েছে,।বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করেছেন ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব।মাওনা সিংগার দিঘী শুটিং স্পটে, ও ফিগার রিসোর্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুরে ১৯৯০ সালে সর্বপ্রথম এ প্রেসক্লাবটি প্রতিষ্ঠিত হয়েছে, প্রেস ক্লাবের সর্বপ্রথম সভাপতি হয়েছিলেন সিনিয়র সাংবাদিক এসএম মাহাফুল হাসান হান্নান। বিএনপির নির্বাহী কমিটির নেতা হাসান সরকার এই প্রেসক্লাবের প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রতিষ্ঠানটি এখনও টিকে আছে। আজ উদযাপিত হলো ফ্যামেলী ডে।
এ ফ্যামেলি ডে তে উপস্থিত ছিলেন সকল সাংবাদিকের পরিবার ছাড়াও আর উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, শ্রীপুর পৌর জামায়াতের আমির নুরুল ইসলাম, শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী এবং মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোক্তারুল করিম শামীম, জেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার বেপারী, গাজীপুর জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সরকা, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের অনেক কর্মকর্তারা।
ফ্যামিলি ডে উপলক্ষে বিভিন্ন আকর্ষণীয় ইভেন্ট আয়োজন করা হয়। এর মধ্যে ছিল খেলাধুলা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পীবিন্দু।
আগামী মাসে সম্মেলনের মাধ্যমে গনতান্ত্রিকভাবে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হবে।