ফারদিন আহমেদ।
গাজীপুরের শ্রীপুরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির লোকজনকে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার নগদ টাকা নিয়ে গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত শেষ রাত্রে উপজেলার মাওনা ইউনিয়নের শিড়িশগুড়ি গ্রামের বাদল মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
বাদল মিয়া ওই গ্রামের চান মিয়ার ছেলে।
বাদল মিয়ার ছেলে বিল্লাল হোসেন জানিয়েছে , রাত আড়াইটার দিকে একদল ডাকাত বাড়ির বারান্দার রান্নাঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকেছে । এরপর তার বাবার ঘরের দরজা খুলে তারা ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বাদল মিয়ার হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে চিৎকার না করতে হুমকি দেয়। পরে ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
বিল্লাল আরও বলেন, লুটপাটের সময় পাশের রুমে থাকা তার ছোট বোন বিষয়টি টের পেয়ে আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজনকে মুঠো ফোনে জানিয়ে দেন। এতে এলাকাবাসী হইচই করতে থাকে। ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।