ফারদিন আহমেদ।
গাজীপুরের শ্রীপুরে কারখানা বিক্রির গুজব ও তিন মাসের অগ্রিম বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের সিংদীঘি গ্রামের কাওরান বাজার এলাকার উসমান গ্রুপের টুপাজ ড্রসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্রমিকরা সকাল থেকে কাজ করছিল। হঠাৎ বিকেল ৩টার দিকে উসমান গ্রুপের টুপাজ ড্রসেস লিমিটেড কারখানাটি বিক্রির গুজব শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। কারখানা বিক্রি হওয়ার খবর পেয়ে সড়কে অবস্থান নেন এবং তিন মাসের অগ্রিম বেতনের দাবি।
কারখানার শ্রমিক সুলতানা বলেন, ‘দীর্ঘদিন ধরে এই কারখানায় কাজ করছি। হঠাৎ করেই কারখানা বিক্রির খবর শুনতে পাই। আমাদের শ্রমিকদের তিন মাস ১৩ দিনের বেসিক বেতন পরিশোধ করা হয় নাই। আমাদের না জানিয়ে হঠাৎ করে কারখানা বিক্রি করে দিলে আমরা কিভাবে চলবো।
সুমন নামের আরেক শ্রমিক বলেন, ‘আমরা সকাল থেকে কারখানায় কাজ করছি। হঠাৎ করে বিভিন্ন যন্ত্রপাতি মেশিনে লাল রং দিয়ে চিহ্নিত করে যন্ত্রপাতি গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে। কারখানার দুই হাজার শ্রমিকের পরিবারের আহার জোগায় এই কারখানা। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে কারখানার মালামাল নিয়ে যাওয়া, এটা কেমন। আমরা আমাদের চলতি মাসের বেতন-ভাতা ও বেসিক-বেতন না পাওয়া পর্যন্ত রাস্তা ছাড়ব না।
শ্রমিক মাজাহারুল ইসলাম বলেন, ‘আমাদের সামনে ঈদ, হঠাৎ করে এ ধরনের সিদ্ধান্ত আমাদের শ্রমিকদের পথে বসা ছাড়া বিকল্প নেই। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে রাস্তা ছেড়ে দেব।’
এ বিষয়ে কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. রাসেল আহমেদ বলেন, ‘কারখানা বিক্রির বিষয়ে আমি বলতে পারব না। হঠাৎ করেই কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে পড়ে। চলতি মাসের বেতন ছাড়া কোনো বেতন বকেয়া নেই। বিকল যন্ত্রপাতি, মেশিনগুলো সরানো হচ্ছে। শ্রমিকদের অনেক অনুরোধ করলেও ওরা আমাদের কথা না মেনে রাস্তায় চলে যায়। শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।’
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক স্বপন কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখার কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।