নিজস্ব প্রতিনিধ।
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা, মাওনা ইউনিয়নে মুলাইদ গ্রামের আওলাদ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠান হয়েছে। ২৭’ ২৮ ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ও বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি করেছেন, মোঃ মহিদুল ইসলাম পরিচালক ও প্রধান শিক্ষক শিরিন মডেল স্কুল। গান নৃত্য, কৌতুক, বাচ্চাদের বক্তব্য, কবিতা আবৃত্তি, লালনের গান, দেশাত্মবোধক গান ও আরো অনেক কিছুই এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয়েছে। শুভেচ্ছান্তে, মোঃ মহিদুল ইসলাম পরিচালক ও প্রধান শিক্ষক শিরিন আওলাদ মডেল স্কুল। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, এই স্কুলের সরকারি কোন সহযোগিতার প্রয়োজন হলে গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছে সাইফুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রীপুর । উদ্বোধক, আব্দুল হান্নান সজল, অধ্যক্ষ, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজ। ও শামসুন্নাহার শিরিন আক্তারের মা। রফিকুল ইসলাম রতন সভাপতি, শিরিন আওলাদ মডেল স্কুল। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ, ক,ম, শামসুল হক পরিচালক শিরিন আওলাদ মরলে স্কুল। স্বাগত বক্তব্য, শফিকুল ইসলাম পরিচালক, শিরিন আওলাদ মরলে স্কুল। ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম পরিচালক, শিরিন আওলাদ মডেল স্কুল। আরিফুল ইসলাম সরকার অভিভাবক প্রতিনিধি, শিরিন আওলাদ মডেল স্কুল। আজকের অনুষ্ঠানে অভিভাবক সহ হাজারদশক অনুষ্ঠান উপভোগ করেছেন।