শ্রীপুর উপজেলা প্রতিনিধি।
গাজীপুর জেলা শ্রীপুর মাওনা পল্লী বিদ্যুৎ ও অবদার মোড় ময়মনসিংহ রোড সংলগ্ন আর, এস ক্যাফ রেস্টুরেন্ট এন্ড মিষ্টির হাট। এই প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে উন্নত মানের সকল ধরনের দ,ই মিষ্টি, দেশি-বিদেশি সকল খাবারের আইটেম। রমজান মাস উপলক্ষে বিক্রি হচ্ছে সকল ধরনের সুস্বাদু ইফতার। আপনারা যেকোনো ইফতারের আইটেম চাচ্ছেন এখানেই পেয়ে যাচ্ছেন। ফরমালিন ও মেডিসিন ছাড়াই প্রস্তুত হচ্ছে এই খাবারের আইটেমগুলো। আরো কিছু স্পেশাল জোস আইটেমের পাচ্ছেন। যেমন বেল, আপেল, কমলা আঙ্গুর, কলা, পেঁপে, তরমুজ, সহ অনেক আইটেমের ভেজাল মুক্ত শরবত পাওয়া যাচ্ছে। এ রেস্টুরেন্টে রমজান মাস উপলক্ষে দুপুরের পর থেকেই হচ্ছে ক্রেতাদের কেনাকাটার বীর। এখান থেকে পার্সেল এবং হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। রমজান মাস উপলক্ষে এই প্রতিষ্ঠানটি সকল খাবার আইটেমে দিচ্ছে ১০% ডিসকাউন্ট । আরেকটা সুবিধা পাচ্ছে বিয়ে, জন্মদিন, মেরিস ডে, এবং সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে আরও আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা। বসার জন্য মনোরম পরিবেশ। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন স্বপন জানিয়েছে, কক্সবাজার থেকে মাছ আমদানি করে খাবার আইটেমগুলো তৈরি করতেছি। এবং এতিম, পঙ্গু, অসহায় মানুষগুলোর জন্য ফ্রি খাবারের ব্যবস্থাও করেছি আমরা। প্রতিষ্ঠানের জিএম মেহেদী হাসান জানিয়েছে , রেস্টুরেন্টের কাস্টমার যে আইটেম গুলো যাচ্ছে সকল আইটেমই আমরা তাদেরকে দিতে পারতেছি। কাস্টমারদের যা চাহিদা থাকবে সে চাহিদা গুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ।