• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
গফরগাঁওয়ে পাঁচ ভাগ মোড়ে এডভোকেট আল ফাত্তাহ্ খানের নির্দেশে উঠান বৈঠক করা হয়েছে। মাওনা চৌরাস্তা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মাওনা ইউনিয়নের বিএনপির আয়োজনে নতুন সদস্য ফরম সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন। গফরগাঁওয়ে সরকারি প্রতিষ্ঠান থেকে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। পাগলা থানায় ছাত্রবন্ধু যুব উন্নয়ন ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীত পুলিশ এর পোশাক পড়ে ডাকাতির সময় ৩ ডাকাত গ্রেফতার । চট্টগ্রামে বেংরুলের কামুরে একজনের নিহত হয়েছে গফরগাঁও রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। ময়মনসিংহের চুরখাই ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার গোমস্তাপুরে জোরপূর্বক ধানের জমি দখলের অভিযোগ উঠেছে।

স্ত্রীর সাথে অভিমান করে ট্রেনের নিচে জাপ দিয়েছে এক যুবক

Reporter Name / ৩৯২ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

নিজস্ প্রতিনিধি:

ফেসবুকে ‘সুখে থাকিস রাজকুমারী’ লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক
স্ত্রীর সঙ্গে অভিমান করে ফেসবুকে স্টাটাস দিয়ে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন খাইরুল বাসার সুজন (৩৫) নামে এক যুবক। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে জিনিজানা পুল সংলগ্ন এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত খাইরুল বাসার সুজন কুষ্টিয়া জেলার মিরপুর থানার কুর্শা গ্রামের মৃত আব্দুল কামাল আজাদের ছেলে। তিনি পরিবার নিয়ে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

নিহতের স্ত্রী ফাতেমা আক্তার বলেন, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পোশাক কারখানায় যাবেন বলে বাসা থেকে বের হন। আমিও কারখানায় চাকরি করি। অফিস টাইমে আমিও কাজে চলে আসছি। বিকেলে সুজন আমাকে ফোন দিয়ে বলে আমি শ্রীপুর রেলস্টেশনে পাশে আছি। তখনই হঠাৎ ট্রেনের শব্দ শুনতে পাই ফোনটাও কেটে যায়।

তিনি বলেন, আমি আবার ফোন দিলে ফোনটি বন্ধ পাই। সাথে সাথে আমি কুষ্টিয়া ফোন দিয়ে তার ছোটভাই সুমনকে জানাই। আমার সহকর্মী একজনকে নিয়ে ঘটনাস্থলে দৌড়ে এসে তার মরদেহ দেখতে পাই। এর আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন।

নিহতের ভাই সুমন বলেন, ‘ফেসবুক স্ট্যাটাস দেখে আমরা হতবাক হই। বিকেলে তিনি তার ফেসবুকে স্টাটাস দেয়। এরপর ভাবিকে ফোন করে জানান তিনি রেলপথের কাছে আছেন। শুনলাম ভাবির অন্য একটা ছেলের সাথে পরকীয়া প্রেম ছিল।’

এর আগে বৃহস্পতিবার বিকেলে মো. খাইরুল বাশার সুজন নামের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘সুখে থাকিস রাজকুমারী। আর কয়েক ঘণ্টা পর আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোরে। কিন্তু তুই আমারে বাঁচতে দিলি না।’

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শামীমা জাহান বলেন, ‘বিকেল ৫টা ৫০মিনিটে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি শ্রীপুর রেলস্টেশন ছেড়ে যায়। কিছুক্ষণ পর এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার খরব পাই। পরে জয়দেবপুর রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদির-উজ-জামান (নাদির) বলেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ৩৩০/৫ পিলারের পাশে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category