নিজস্ব প্রতিনিধি: নূর হোসেন সুমন এর প্রতিবেদনে।
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের তেলিহাটি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় আনন্দ মিছিল করেছে কর্মী সমর্থকরা। শুক্রবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপির বাড়ি বাজার বিএমপি অফিস থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে আনন্দ মিছিল টেপির বাড়ি বাজার বিএনপি অফিস থেকে বের হয়ে বাজার ও সকল রাস্তা প্রদক্ষিণ করে অফিসের সামনে এসে অবস্থান নেয় ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকের আনন্দ মিছিলের সভাপতিত্ব করেছেন তেলিহাটি ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক আবুল হোসেন। উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্য সচিব সোহেল রানা। ও সিনিয়র যুগ্ন আহবায়ক, শামীম আল ফারুক। ইউনিয়ন যুগ্ন আহবায় রফিক ঢালী। ইউনিয়ন যুগ্ন আহবায় ম : সবুজ আকন্দ। মাওনা ইউনিয়নের কৃষকদের সদস্য জাহাঙ্গীর আলম। তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রেখেছেন, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক প্রভাষক ডাক্তার মোজাহিদুল কবির। ও উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সচিব হুমায়ুন কবির।