শীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুরের জেলা শ্রীপুরে ৫ আগস্টের ঘটনার জেরে ২৪ শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের করাহয়েছে এর প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি।
বৃহস্পতিবার ( ২০ মার্চ ) বিকেল ৪ টায় মাওনা চৌরাস্তার অবদার মোড় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । এই
মানববন্ধনে সংগঠনের শ্রীপুর উপজেলার সভাপতি আব্দুল হান্নান সজল বলেছেন, “গত ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষক সমাজও সহমর্মিতা দেখিয়েছে এবং বিভিন্নভাবে সহায়তা করেছে। এরপরও ৫ আগস্টের ঘটনায় শ্রীপুর থানায় দায়ের করা কয়েকটি মামলায় ২৪ জন শিক্ষককে হত্যা মামলার আসামি করা হয়েছে। যারা প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় কর্মরত আছেন। আমরা দাবি জানাই, যারা অপরাধের সাথে জারিত না শিক্ষকদের মামলায় জড়িয়েছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রæত প্রত্যাহার করা হোক।”
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের ঘটনার পর শ্রীপুর থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি নিরঅপরাধ অনেককেই আসামি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মামলা বাণিজ্যে উপজেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা জড়িত থাকায় দলটির ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।