ফারদিন আহমেদ।
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলায় উজিলা ভর গরুর রশি কেটে দেওয়াই পিটিয়ে আহত করে দিল একজন অসহায় নিরীহ মহিলাকে। । ২৬ মে সোমবার সকাল দশটা পৌরসভার উজিলা ভর মোল্লাবাড়ি নারিশ পোল্টির পশ্চিম পাশে ঘটনাটি ঘটেছে। গ্রামের সাগরের স্ত্রী মিনা আক্তার তার বাচ্চা পেটে একটি বকনা গরু ফাঁকা জমিতে ঘাস খাওয়ার জন্য বেধে দেয়। একই গ্রামের পাশের বাড়ির আইয়ুব আলীর স্ত্রী এসে গরুর রসি কেটে দিয়ে রশি নিয়ে বাড়িতে চলে যায়। মিনা আক্তার রশি চাওয়ার জন্য রিতা বেগমের বাসার গেটের সামনে গেলে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। রিতা বেগম পূর্বে অনেক ঘটনা ঘটিয়েছে এমন অভিযোগ করেছে এলাকার লোকজন এবং ভুক্তভোগী পরিবার। এক পর্যায়ে ঘর থেকে দাও নিয়ে এসে তার মাথায় কোবদেয়।ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পরে। মিনা আক্তার কে রক্তাক্ত অবস্থায় বাড়ির আশেপাশের লোকজন এসে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে চিকিৎসাধীন অবস্থায় আছে। সাংবাদিকরা রিতা বেগম এর বাড়িতে গেলে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি রুমে ও ঘেঁটে তালাবদ্ধ অবস্থায় ছিল। থানায় অভিযোগ দিয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে
অপরাধীর শাস্তির দাবি জানিয়েছে ভুক্ত ভোগির ভাই, ছেলে, ও এলাকাবাসী।