নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন এর প্রতিবেদন
ময়মনসিংহ গফরগাঁও ও পাগলা থানায় জুলাই-আগষ্টে রক্তের সমূদ্র পেড়িয়ে ফ্যাসিষ্ট হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিজয় মিছিল নিয়ে এসেছে গফরগাঁও উপজেলায়। এডভোকেট আল-ফাতাহ্ খানের নেতৃত্বে স্মরণকালের সর্ববৃহৎ মিছিল নিয়ে গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি, সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিল।