নূর হোসেন সুমন
নিজস্ব প্রতিনিধী।
গাজীপুর জেলা, শ্রীপুর চন্নাপাড়া নুসরাত স্টোর থেকে বিকাশের টাকা প্রতারণা করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মাওনা চৌরাস্তা চন্ডাপাড়া দাওয়াতুল সুন্নাহ মাদ্রাসা সংলগ্ন নুসরাত স্টোর প্রোপাইটার নাজমুল আলমের দোকান থেকে। বিকাশ প্রতারক, তার দেশের বাড়ির ঠিকানা, বাবলু মিয়া, পিতা আবুল হাসান, গ্রাম মেসিটিংলা, ইউনিয়ন ময়লাকান্দা, থানা গৌরীপুর, জেলা ময়মনসিংহ। বর্তমানে সে চন্নাপাড়া মাদ্রাসার পিছনে ভাড়া বাসায় থাকেন। বাবলু মিয়া একজন বিকাশ প্রতারক, সে বিভিন্ন জেলা উপজেল বিকাশ প্রতারকদের সাথে সম্পর্ক রয়েছে এমনটাই জানিয়েছে এলাকাবাসী। বিভিন্ন কৌশল ব্যবহার করে দোকান থেকে ভুয়া মেসেজ, আরো অন্য অন্য কৌশল অবলম্বন করে টাকা উত্তোলন করে নিয়ে যায়। আজ দুপুরবেলা নুসরাত স্টোর,প্রোপাইটার নাজমুল আলম এর দোকানে এসে অন্য জায়গা থেকে ১৯৫০০ টাকার ভুয়া এনে বলছে টাকা এসেছে। দোকান মালিক বুঝতে বুঝতে পেরেছে এটা একটা গোয়া মেসেজ। সে একজন বিকাশ প্রতারক তাকে আটক করে ফেলেছে দোকান মালিক। কয়েকজন মিলে গণধোলাই দিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। প্রতার বাবলু মিয়া , সে বিভিন্ন তথ্য দিয়েছে এই দোকানে কিভাবে প্রতারণা করেছে। তাকে পুলিশে না দিয়ে ছেড়ে দিয়েছে কিভাবে।