নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ঘু-ষ নেওয়ার অ-ভিযোগে মাওনা হাইওয়ে থানার এক পুলিশ সদস্যকে মা-রধর করে স্থানীয় জনতা ও বাসযাত্রীরা।
তবে পুলিশ বলছে রাস্তায় দাঁড়িয়ে যাত্রি উঠানোর কারনে জরিমান করা হয়েছে। পরে বাস চা-লক তার উপর উ-ত্তেজিত হয়।
আজ (শুক্রবার) সকাল ৯টার দিকে জৈনা বাজারের আবির সুইটস মিষ্টির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই পুলিশ সদস্য মা-মলা ছাড়াই এক বাসযাত্রীর কাছ থেকে ২ হাজার টাকা ঘু-ষ নেন। এ সময় বিষয়টি টের পেয়ে যাত্রীরা প্রতিবাদ করলে উ-ত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় জনতা ও যাত্রীরা মিলে পু-লিশ সদস্যকে মা-রধর করেন। পরে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পা-লিয়ে যান। এ ঘটনায় এলাকায় উ-ত্তেজনা বিরাজ করছে।
এই বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, এরকম কোনো ঘটনা আমার জানা নেই, আমি খোজ নিচ্ছি এবং তথ্য প্রমান পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে