নিজস্ব প্রতিনিধি
নূর হোসেন সুমন।
ময়মনসিংহ জেলা গফরগাঁও পাগলা থানা ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন দত্তের বাজার গরুহাট মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে ও মানবিক সমাজ বিনির্মানে উঠান বৈঠক ও গণ সংযোগ করেছেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, নবগঠিত কমিটির সদস্য এবং পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আল ফাত্তাহ খান। শুক্রবার (১৭ অক্টোবর) উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেছেন পাগলা থানা কৃষক দল নেতা রইস উদ্দিন, সঞ্চালনায় ছিলেন, পাগলা থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান। প্রধান অতিথি বক্তব্য রেখেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায় এডভোকেট আল ফাত্তাহ্ খান । আরো উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য বাচ্চু, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন, গফরগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, নিগুয়ারি ইউনিয়ন বিএনপি নেতা মোকছেদুল, পাগলা থানা কৃষক দলের আহবায়ক দ্বীন ইসলাম দিলি, পাগলা থানা মৎসজীবি দলের আহবায়ক সাদির বেপারী, টাংগাব ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজ, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফাত্তাহ খান বলেন,গফরগাঁও উপজেলার পনেরো ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ১২-১৩টি মামলা মোকাবিলা করেছি, জেল খেটেছি, ১৫-১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গফরগাঁওয়ে আমরা ছয়জন মনোনয়নপ্রত্যাশী—দল যাকেই মনোনয়ন দেবে, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমি যদি মনোনয়ন পাই, তাহলে ইনশাআল্লাহ গফরগাঁওয়ের রাস্তা-ঘাট, চিকিৎসা,শিক্ষা ও কৃষি খাতের উন্নয়ন করব এবং মাদক, চাঁদাবাজ, দখলদার ও ভূমিদস্যুমুক্ত গফরগাঁও গড়ে তুলব।এ সময় গফরগাঁও উপজেলা পৌর ও পাগলা থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।