• মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
Headline
ভালুকায় পূর্বের শত্রুতার জেরে পিটিয়ে আহত। আরিফুল ইসলাম সরকারের শুভ জন্মদিন। শ্রীপুরে ভিন্ন আয়োজন করে জন্মদিন পালন করা হয়েছে। শ্রীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার।  গফরগাঁও পাগলা থানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও তিনবারের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় ইফতার। গফরগাঁওয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল। শ্রীপুরে ২৪ শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে কারখানার গাড়িতে দুর্বৃত্তের অগ্নিসংযোগ। শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের জাতীয়তাবাদ কৃষক দলের আনন্দ মিছিল। শ্রীপুর মাওনা, নূরে মদিনা মহিলা মাদ্রাসার বার্ষিক।

কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

Reporter Name / ১১৪ Time View
Update : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮

কালিয়াকৈরে বজ্রপাতে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জাফরুল ইসলাম (২০) । তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন।

আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।

কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category