• সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
Headline
গফরগাঁওয়ে পাঁচ ভাগ মোড়ে এডভোকেট আল ফাত্তাহ্ খানের নির্দেশে উঠান বৈঠক করা হয়েছে। মাওনা চৌরাস্তা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মাওনা ইউনিয়নের বিএনপির আয়োজনে নতুন সদস্য ফরম সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন। গফরগাঁওয়ে সরকারি প্রতিষ্ঠান থেকে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। পাগলা থানায় ছাত্রবন্ধু যুব উন্নয়ন ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীত পুলিশ এর পোশাক পড়ে ডাকাতির সময় ৩ ডাকাত গ্রেফতার । চট্টগ্রামে বেংরুলের কামুরে একজনের নিহত হয়েছে গফরগাঁও রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার। ময়মনসিংহের চুরখাই ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার গোমস্তাপুরে জোরপূর্বক ধানের জমি দখলের অভিযোগ উঠেছে।

‘সাংবাদিককে থানায় নিয়ে পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা’

Reporter Name / ৮৩৮ Time View
Update : শনিবার, ২ জুন, ২০১৮

সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে নির্যাতন করার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। সিরাজুল ইসলাম জীবন ‘এসএ’ টিভি চ্যানেলের হবিগঞ্জ জেলা সহকারী প্রতিনিধি।

তাকে আটকের প্রতিবাদে শুক্রবার দুপুরে প্রেসক্লাবে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিকেল ৪টায় শহরের প্রধান সড়কে থানার সামনের রাস্তা অবরোধ করে রাখেন সাংবাদিকরা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সাংবাদিক নেতারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে হঠাৎ পুলিশ শহরের গরুর বাজার এলাকায় সিরাজুল ইসলাম জীবনের বাসায় হানা দেয়। এ সময় তল্লাশির কারণ সম্পর্কে জানতে চাইলে জীবনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ নিজেদের উপর হামলা করেছে দাবি করে জীবনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ব্যাপক নির্যাতন করা হয়। সকালে তাকে গণপিটুনিতে আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বিকেলে তাকে পুলিশের উপর হামলার মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাত ১১টায় প্রেসক্লাবে ফের জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা।

আদালতে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন উপস্থিত সাংবাদিকদের জানান, পুলিশ তাকে বৃহস্পতিবার গভীর রাতে ধরে এনে অমানুষিক নির্যাতন করেছে। এমনকি তার পায়ুপথে জ্বলন্ত মোমের ছ্যাঁকা দেয়া হয়েছে।

এদিকে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাতে মাদক মামলার আসামি ধরতে গেলে সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সময় জীবন তাদের উপর হামলা চালালে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category