• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
Headline
গফরগাঁও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে, এডভোকেট আলফাত্মা খানের নির্দেশনা। গফরগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সমাবেশ গফরগাঁও রাওনা মুশফিকুর রহমানের নির্দেশে মতবিনিময় ও আলোচনা সভা। ভালুকা বিরুনিয়া ইউনিয়নে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু গণসমাবেশ ও লিফলেট বিতরণ করেছেন। পাগলা থানা দত্তের বাজার ইউনিয়নে উঠান বৈঠক গফরগাঁওয়ে পাঁচ ভাগ মোড়ে এডভোকেট আল ফাত্তাহ্ খানের নির্দেশে উঠান বৈঠক করা হয়েছে। মাওনা চৌরাস্তা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মাওনা ইউনিয়নের বিএনপির আয়োজনে নতুন সদস্য ফরম সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়ন। গফরগাঁওয়ে সরকারি প্রতিষ্ঠান থেকে গাছ বিক্রির অভিযোগ উঠেছে। পাগলা থানায় ছাত্রবন্ধু যুব উন্নয়ন ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরগঞ্জে ১২৯ টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

Reporter Name / ৬২ Time View
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টারঃ

আসন্নশারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ১২৯টি পূজামণ্ডপে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব ও ২৯’গাইবান্ধা-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বামনডাঙ্গা ইউনিয়নের নিজ বাসভবনে এক আলোচনা সভার মাধ্যমে উপজেলার ১২৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন,
আমরা সকলে এই দেশের সন্তান। এদেশে আমাদের জন্ম। এদেশ আমার আপনার সবার , সরকার আসবে সরকার যাবে এটাই স্বাভাবিক। আমরা এদেশের নাগরিক কাউকে ভয় পাওয়ার কিছু নেই। কেউ যদি ভয় দেখানোর চেষ্টা করে তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ম যার যার উৎসব সবার। আমরা প্রতিবছরই মিলেমিশ এ উৎসব উদযাপন করি। আমরা সব সময় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা একই স্রষ্টার সৃষ্টি। আমাদের পরিচয় আমরা মানুষ। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আমরা সব সময়ই চলার চেষ্টা করি। অশুভ শক্তিকে বিনাশ করে দেবি দূর্গা নিয়ে আসে শান্তির বার্তা। দুর্গা উৎসব যাতে উৎসবমুখর পরিবেশের শেষ হয় সে লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিটি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category