নিজস্ব প্রতিনিধি :
নুর হোসেন সুমন।
ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা পাগলা থানা মশাখালি ইউনিয়ন মুখী স্কুল বাজার মুখী ব্রিজ ঘাট বাজারের সামনে রাস্তা ভেঙ্গে বিশাল বড় গর্ত হয়েছে ভাঙ্গন দেখার বুঝি কেউ নেই। এই গর্ত গুলো যেন মরণ ফাঁদ হয়ে গেছে। প্রতিদিন গাড়ি উল্টে ঘটে যাচ্ছে একাধিক দুর্ঘটনা। হাত-পা ভেঙ্গে পঙ্গু হচ্ছে অনেকেই। মুখে স্কুল বাজারের সিএনজি ড্রাইভাররা জানিয়েছে রাস্তাটা সংস্কার করে দিলে গাড়ি নিয়ে চলাচলের কোন ব্যাঘাত ঘটবে না এবং তারা শতভাগ উপকৃত হবে। প্রতিদিন ভালুকা, গফরগাঁও, মুখী স্কুল বাজার, মশাখালী, কান্দিপাড়া,গয়েশপুর,
কাওরাইদ, এই স্থানগুলোতে আসা-যাওয়া করছে হাজার হাজার যাত্রী। প্রতি ঘন্টায় শত শত যাত্রীবাহী গাড়ি সহ অন্যান্য গাড়ি চলাচল করে। প্রায় অকেজো হয়ে পড়েছে এই রাস্তাটি। বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি চলাচল। গর্তগুলো মেরামত করার জন্য অনুরোধ করে সকল শ্রেণীর মানুষ। ইউনিয়ন ও উপজেলা সকল শ্রেণীর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে সুশীল সমাজ।